Thursday 20 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদী আদালত প্রাঙ্গণে ছাত্রদল নেতার ওপর হামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ নভেম্বর ২০২৫ ১৫:১৮

নরসিংদী: নরসিংদীতে আদালত থেকে ফেরার পথে দূর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন এক ছাত্রদল নেতা। আহত নেতাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর ১২টার দিকে আদালত ভবনের নিচতলার সিডিআর রুমের সামনে এ ঘটনা ঘটে।

আহত ছাত্রদল নেতা সিয়াম হোসেন (২৮) পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর ছাত্রদলের যুগ্ম আহব্বায়ক ও একই এলাকার এমরান মিয়ার ছেলে।

পরিবারের বরাতে জানা যায়, গত বছরের ডিসেম্বরে ছিনতাই মামলায় হাজিরা দেওয়ার পর তিনি আদালত থেকে বের হচ্ছিলেন। তখন অজ্ঞাত সন্ত্রাসীরা লোহার পাইপ দিয়ে তার ওপর হামলা চালায়। আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। সিয়ামের মাথায় ৪টি সেলাই এবং শরীরে নানা আঘাতের চিহ্ন রয়েছে।

বিজ্ঞাপন

নরসিংদী আদালত পুলিশের পরিদর্শক সাইরুল ইসলাম জানান, প্রতিপক্ষই জজকোর্টের তিন নম্বর গেইট এলাকায় আকস্মিক হামলা চালায়। পরে কোর্ট পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর