বগুড়া: বগুড়ায় ঢাকা–রংপুর মহাসড়কে অজ্ঞাত পরিচয়ের এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি চলন্ত গাড়ির চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন। শনিবার (২২ নভেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে শাজাহানপুর উপজেলার বেতগাড়ী এলাকার এআরকে সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশের বগুড়া রিজিয়নের শেরপুর থানার এসআই (নিরস্ত্র) মো. নুর হোসেন নুর বলেন, ভোরে আনুমানিক ৫০ বছর বয়সী ওই ব্যক্তি মহাসড়কের ওপর দিয়ে হাঁটছিলেন। এসময় অজ্ঞাত একটি দ্রুতগামী গাড়ি তাকে ধাক্কা দিলে তিনি সড়কে পড়ে যান এবং একাধিক গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
এতে তার মুখের ডান পাশ ছাড়া শরীরের অধিকাংশ অংশ ক্ষতবিক্ষত হয়ে যায়। দুর্ঘটনার পর গাড়িটি থেমে না থেকে দ্রুত পালিয়ে যায়। এখনো গাড়ি ও চালকের পরিচয় শনাক্ত করা যায়নি।
হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের পুলিশ সুপার মো. শহিদ উল্লাহ জানান, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দ্রুতগামী গাড়িটি ও এর চালককে সনাক্ত করতে পুলিশ মাঠে কাজ করছে।