Tuesday 25 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনে ইসিকে সহায়তার ঘোষণা নৌবাহিনী প্রধানের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ নভেম্বর ২০২৫ ০৯:৩৩

পটুয়াখালী: আগামী জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় নির্বাচন কমিশনকে (ইসি) সহায়তা করবে নৌবাহিনী— এ কথা জানিয়েছেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। তিনি বলেন, নাবিকরা কেবল দেশের সার্বভৌমত্ব রক্ষার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং যেকোনো জাতীয় সংকটে দেশের মানুষের পাশে থেকে দায়িত্ব পালন করবে।

সোমবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় পটুয়াখালীর কলাপাড়াস্থ বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত শিক্ষা সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান। তিনি প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। নৌবাহিনীর নবীন নাবিকদের ২২ সপ্তাহব্যাপী বুটক্যাম্প প্রশিক্ষণের সমাপ্তি হয় এ মনোমুগ্ধকর কুচকাওয়াজের মাধ্যমে।

বিজ্ঞাপন

অনুষ্ঠান শেষে নাবিকদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। নবীন নাবিক রিজান মোল্যা সর্বোচ্চ উৎকর্ষের জন্য ‘নৌপ্রধান পদক’ অর্জন করেন। মো. মারুফ হাসান মুন্না পান ‘কমখুল পদক’, আর মো. হাসান আলী লাভ করেন ‘শের-ই-বাংলা পদক’। কঠোর প্রশিক্ষণ শেষে ৪১৭ জন নবীন নাবিক বাংলাদেশ নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হন।

প্রধান অতিথির ভাষণে স্বাধীনতা যুদ্ধ ও বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদদের ত্যাগ স্মরণ করা হয়। তিনি নবীন নাবিকদের উদ্দেশে দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও অর্থনীতিতে নৌবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন এবং পেশাগত যোগ্যতা আরও বৃদ্ধি করার আহ্বান জানান।

তিনি বলেন, নাবিকদের দায়িত্ব শুধু সামরিক কার্যক্রমে সীমাবদ্ধ নয়; সংকটকালে জনজীবন রক্ষা, গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা প্রদান এবং আইনশৃঙ্খলা রক্ষায়ও তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। নবীন নাবিকরা ভবিষ্যতে বাংলাদেশের সমুদ্রসীমা রক্ষা ও নতুন বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন নৌবাহিনী প্রধান।

কুচকাওয়াজে নৌবাহিনী সদর দপ্তরের পিএসও, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, পটুয়াখালী–বরিশাল–খুলনার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নবীন নাবিকদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

চাকরি দিচ্ছে আকিজ গ্রুপ
২৫ নভেম্বর ২০২৫ ০৯:০০

আরো

সম্পর্কিত খবর