Tuesday 25 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২২ মাস পর যমুনা সার কারখানায় গ্যাস সংযোগ দিল তিতাস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ নভেম্বর ২০২৫ ১৫:১৯

যমুনা সার কারখানায় দীর্ঘ ২২ মাস পর গ্যাস সংযোগ পুনরায় চালু করেছে তিতাস গ্যাস।

জামালপুর: জামালপুরের তারাকান্দিতে অবস্থিত যমুনা সার কারখানায় দীর্ঘ ২২ মাস পর গ্যাস সংযোগ পুনরায় চালু করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। ২০২৪ সালের ১৫ জানুয়ারি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় এ সময়টিতে কারখানায় ইউরিয়া সার উৎপাদন সম্পূর্ণ বন্ধ ছিল।

সোমবার (২৪ নভেম্বর) রাতে কারখানার ভারপ্রাপ্ত ব্যবস্থাপক দেলোয়ার হোসেন জানান, গ্যাস সরবরাহ পুনঃস্থাপনের ফলে কারখানা সচল করতে এবং ইউরিয়া উৎপাদন শুরু করতে কমপক্ষে দুই সপ্তাহ সময় লাগবে। তিনি বলেন, “গ্যাস না থাকায় এতদিন ইউরিয়া উৎপাদন বন্ধ ছিল। এখন সংযোগ পেয়েছি, তবে পুরো সক্ষমতায় যেতে কিছু সময় প্রয়োজন।”

বিজ্ঞাপন

যমুনা সার কারখানায় প্রতিদিন ১ হাজার ৭০০ মেট্রিক টন দানাদার ইউরিয়া উৎপাদন করা হয়। উৎপাদিত সার জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইলসহ কারখানার কমান্ড এরিয়ার মোট ১৯ জেলায় সরবরাহ করা হয়ে থাকে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর