Wednesday 14 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২৫ ১৯:৪৮

প্রতীকী ছবি।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে শহিদুল ইসলাম শহিদ (২৬) নামে এক বাংলাদেশি যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (২৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্তের ৭০ নম্বর পিলারের নিকট ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

নিহত শহিদুল গয়েশপুর গ্রামের নষ্কর মালিতার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, শহিদুল মাদক কারবারের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। গয়েশপুরসহ আশপাশের গ্রামের ১০–১২ জন ভারত থেকে মাদক আনতে গিয়েছিল। ফেরার পথে বিএসএফ টহল সদস্যরা তাদের ধাওয়া করলে সবাই পালাতে সক্ষম হলেও শহিদুল গুলিবিদ্ধ হন। পরে তাকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

বিজ্ঞাপন

এ বিষয়ে জানতে চাইলে ঝিনাইদহের মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, ‘শহিদুল গুলিবিদ্ধ হয়েছেন বলে বিএসএফ নিশ্চিত করেছে। তাকে ভারতীয় হাসপাতালে নেওয়া হয়েছে বলেও জানিয়েছে তারা। তবে মৃত্যুর বিষয়ে বিএসএফ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।’

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর