Thursday 04 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তেঁতুলিয়ায় শীতের দাপট, তাপমাত্রা নেমে ১২ ডিগ্রি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ ডিসেম্বর ২০২৫ ১০:০২

শীতের সকাল। ছবি: সারাবাংলা

কুড়িগ্রাম: পঞ্চগড়ে শ্বেত কুয়াশা ও কনকনে হিমেল বাতাসে শীতের তীব্রতা বাড়ছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এই তাপমাত্রা নেমে এসেছে ১২ ডিগ্রিতে। গত সপ্তাহে তাপমাত্রা ১৩–১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করলেও আজ সর্বনিম্ন।

স্থানীয়রা জানান, বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা পঞ্চগড়ের খুব কাছে হওয়ায় প্রতিবছরই এখানে শীত বেশি অনুভূত হয়। ডিসেম্বর থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত শীতের তীব্রতায় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। সবচেয়ে বেশি সমস্যা হয় নিম্নআয়ের লোকজন, দুঃস্থ, ছিন্নমূল ও ভবঘুরেদের। ফলে মোটা শীতবস্ত্র ছাড়া ঘর থেকে বের হওয়াই কঠিন হয়ে পড়েছে স্থানীয়দের জন্য। ঘন কুয়াশার কারণে সকাল ৮টা পর্যন্ত ভারী যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করেছে।

বিজ্ঞাপন

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্রনাথ রায় জানিয়েছেন, আজ সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস।

তিনি জানিয়েছেন, চলতি সপ্তাহে তাপমাত্রা আরও কমতে পারে এবং শৈত্যপ্রবাহও বয়ে যেতে পারে।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর