Saturday 24 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিতাসে ট্রলিচাপায় একই পরিবারের ৩ নারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ ডিসেম্বর ২০২৫ ১৫:৫৪ | আপডেট: ৪ ডিসেম্বর ২০২৫ ১৮:২০

নিয়ন্ত্রণ হারানো একটি ট্রলি নদীতে উলটে পড়ে গোসলরত একই পরিবারের তিন নারী নিহত হয়েছেন।

কুমিল্লা: কুমিল্লার তিতাস উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রলি নদীতে উলটে পড়ে গোসলরত একই পরিবারের তিন নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে কড়িকান্দি–রাজাপুর সড়কের তিতাস নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— কড়িকান্দি গ্রামের শুক্কুর আলীর স্ত্রী রিনা আক্তার (৩৫), ইমন মিয়ার স্ত্রী রুজিনা আক্তার (৩০) এবং ফারুক মিয়ার স্ত্রী সামছুন নাহার (৪০)। রুজিনা ও সামছুন নাহার আপন জা, আর রিনা আক্তার তাদের ভাগিনার স্ত্রী।

স্থানীয়রা জানান, তিন নারী নদীতে গোসল করছিলেন। এ সময় রাজাপুর থেকে কড়িকান্দিমুখী একটি খালি ট্রলি ইমন মিয়ার বাড়ির সামনে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি নদীতে পড়ে তাদের ওপর উঠে যায়। এতে রিনা ও রুজিনা ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত সামছুন নাহারকে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

খবর পেয়ে তিতাস থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।

তিতাস থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করেছি। এখনো মামলা হয়নি, তবে প্রক্রিয়া চলছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর