সুনামগঞ্জ: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় এক চোরাকারবারির সঙ্গে পুলিশের ধস্তাধস্তির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে উপজেলার বাংলা বাজার ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে ওই আসামি রফিকুল ইসলাম রাব্বিকে (২৮) গ্রেফতার করে থানায় হেফাজতে নেওয়া হয়।
দোয়ারাবাজার থানার তথ্য অনুযায়ী, উপজেলার বাংলা বাজার ইউনিয়নের ঝুমগাঁও সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে গরু আনতে গেলে গত ১৫ জুন রাতে বিজিবি বাধা দেয়। এ সময় চোরাকারবারিরা সঙ্গবদ্ধ হয়ে বিজিবি সদস্যদের ওপর হামলা চালায়। এতে তিন থেকে চারজন বিজিবি সদস্য আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন। পরদিন (১৬ জুন) বিকালে বিজিবি ১৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে। ওই মামলার এজাহারভুক্ত চতুর্থ আসামি রফিকুল ইসলাম রাব্বিকে ছদ্মবেশে গ্রেফতার করতে গেলে পুলিশের সঙ্গে তার ধস্তাধস্তি হয়।
ঘটনাস্থলে থাকা দোয়ারাবাজার থানার এসআই মনিরুল বলেন, ‘বিজিবির ওপর হামলার মামলার আসামিকে ধরতে গেলে সে আমার সঙ্গে ধস্তাধস্তি শুরু করে। তার পরিবারের সদস্যরাও অসৌজন্যমূলক আচরণ করেছে। এটি আমাদের নিত্যদিনের কাজের অংশ; বিভিন্ন পরিস্থিতিতে অনেক কিছু সামলাতে হয়। ভিডিওটি কেউ নেতিবাচকভাবে নেবেন না।’
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, ‘বিজিবির ওপর হামলার মামলার এজাহারভুক্ত চার নম্বর আসামিকে পুলিশ গ্রেফতার করেছে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। তাই পুলিশ ছদ্মবেশে অভিযান চালিয়ে তাকে আটক করে।’