Saturday 06 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাঁচ দফা দাবিতে সিলেটে ৮ দলের মহাসম্মেলন চলছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ ডিসেম্বর ২০২৫ ১৫:১৫

ইসলামী ও সমমনা আট দলের বিভাগীয় সম্মেলন আলিয়া মাদরাসা মাঠে চলছে।

সিলেট: ইসলামী ও সমমনা আট দলের বিভাগীয় সম্মেলন আলিয়া মাদরাসা মাঠে চলছে। শনিবার (৬ ডিসেম্বর) সকাল থেকেই সিলেট বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল যোগ দিতে থাকে সমাবেশস্থলে। দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এ সম্মেলনের মূল পর্ব অনুষ্ঠিত শুরু হয় বাদ জোহর।

জাতীয় নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশে গণভোট, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডসহ পাঁচ দফা দাবি ও গণভোটের দাবিতে এ বিভাগীয় সমাবেশের আয়োজন করেছে আট দলের লিয়াজোঁ কমিটি।

সকাল থেকেই সিলেট বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল যোগ দিতে থাকে সমাবেশস্থলে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, সমাবেশে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম পীর সাহেব চরমোনাই, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা সারওয়ার কামাল আজিজি, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, জাগপার কেন্দ্রীয় সহসভাপতি রাশেদ প্রধান এবং বাংলাদেশ ডেভোলাপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল হক চাঁন।

বিজ্ঞাপন

সমাবেশকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ও ব্যবস্থাপনায় সিলেট মেট্রোপলিটন পুলিশ, সিলেট সিটি করপোরেশন, পিডিবিসহ বিভিন্ন সরকারি সংস্থা সহযোগিতা করছে বলে জানিয়েছেন আয়োজকরা।

আয়োজকদের পক্ষ থেকে এরইমধ্যে মাঠের প্রস্তুতি তদারকি করা হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও লিয়াজোঁ কমিটির সমন্বয়ক মুহাম্মদ ফখরুল ইসলাম, জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, ইসলামী আন্দোলনের মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, জেলা সভাপতি মাওলানা সাঈদ আহমদ, খেলাফত মজলিস মহানগর সভাপতি মাওলানা এমরান আলমসহ আরও অনেকে।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর