Thursday 22 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লন্ডন বা দিল্লিতে বসে রাজনীতি হবে না: সাদিক কায়েম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ ডিসেম্বর ২০২৫ ১৬:০২ | আপডেট: ৬ ডিসেম্বর ২০২৫ ১৭:২২

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

ঠাকুরগাঁও: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, লন্ডন বা দিল্লিতে বসে আর কোনো রাজনীতি হবে না; রাজনীতি করতে হলে দেশে এসে করতে হবে। শনিবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় পীরগঞ্জ উপজেলা পাবলিক ক্লাব মাঠে ঠাকুরগাঁও ৩ আসনের যুব বিভাগের আয়োজনে অনুষ্ঠিত তারুণ্যের উৎসবে তিনি এসব কথা বলেন।

সাদিক কায়েম বলেন, ‘ঠাকুরগাঁওয়ের মানুষ দীর্ঘ ৫৪ বছর কোনো উন্নতি দেখেনি। নেতৃত্বের অযোগ্যতা, দূর্নীতি এবং বিদেশি প্রভাবের কারণে উত্তরবঙ্গের অগ্রগতি বাধাগ্রস্থ হয়েছে। তবে বিগত বছরগুলিতে রাজনৈতিক দল যা করতে পারেনি, তা তরুণেরা করেছে। জুলাই বিপ্লবের সুযোগ কাজে লাগিয়ে দেশকে সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব।’

বিজ্ঞাপন

তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বলেন, ‘ফ্যাসিস্টরা দেশের শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাত ধ্বংস করেছে। জনগণের কাছে জবাবদিহি করতে সক্ষম এবং ন্যায়সংগত প্রতিনিধিদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী করতে হবে।’

এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও ৩ আসনের জামায়াতে ইসলামী প্রার্থী মিজানুর রহমান মাষ্টার। এছাড়াও বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দফতর সম্পাদক মোহাম্মদ সিবগাতুল্লাহ সিবগা, ঠাকুরগাঁও ২ আসনের প্রার্থী অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম, ঠাকুরগাঁও ১ আসনের প্রার্থী দেলাওয়ার হোসেন এবং অধ্যাপক বেলাল উদ্দীন প্রধানসহ অন্যান্যরা।

উৎসবে জামায়াতে ইসলামীসহ জেলা ও উপজেলার দুই সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর