Sunday 25 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ ডিসেম্বর ২০২৫ ১৭:৩৮

নরসিংদীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

নরসিংদী: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় নরসিংদীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ মিলনায়তনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন।

নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ–এর সভাপতি রাশেদুল হাসান রিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— জেলা বিএনপির সহ-সভাপতি হারুন অর রশিদ, জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, চেম্বারের ভাইস প্রেসিডেন্ট হাসিব আহমেদ মোল্লা, পরিচালক প্রবীর কুমার সাহা, উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরীসহ চেম্বারের সকল সদস্য।

বিজ্ঞাপন

আয়োজিত দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘজীবন এবং দেশের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর