চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–এর বিশেষ অভিযানে ভারতীয় ৪টি গরু, একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোনসহ দুই চোরাচালানকারীকে আটক করা হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) ভোরে ৫৩ বিজিবির আওতাধীন হাকিমপুর বিওপির টহলদল হাকিমপুর গ্রামে এ অভিযান পরিচালনা করে।
বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোররাত প্রায় ৪টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের তৈমুর রহমানের ছেলে রজদুল (৩০) এবং সদর উপজেলার চরবাগডাংগা বড়গোটাপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে শাকিলকে (৩২) ভারতীয় গরু চোরাচালানের সময় আটক করা হয়। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জব্দ করা গরু, মোটরসাইকেল ও মোবাইল ফোনের আনুমানিক মূল্য প্রায় ৭ লাখ টাকা। আটকদের সঙ্গে জব্দ মালামাল আইনগত প্রক্রিয়ার জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, ‘সীমান্ত এলাকায় নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে।’