নরসিংদী: নরসিংদীর শীলমান্দি এলাকায় এন.আর নামের একটি স্পিনিং মিলে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (৬ ডিসেম্বর) রাত প্রায় ১০টার দিকে হঠাৎ করেই মিলের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়, এরপর মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে বিভিন্ন সেকশনে।
খবর পেয়ে মাধবদী ফায়ার সার্ভিসের দুইটি ও নরসিংদী সদর ফায়ার সার্ভিসের আরও দুইটি—মোট চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের উপ-পরিচালক শিমুল মোহাম্মদ রফি জানান, প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি জানান, আগুন কীভাবে লাগল এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে মিল কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানিয়েছেন, আগুনে মিলের বিপুল পরিমাণ তুলা ও সুতা সম্পূর্ণভাবে পুড়ে গেছে, যা বড় ধরনের আর্থিক ক্ষতির কারণ হবে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের উৎস ও ক্ষতির বিস্তারিত জানতে তদন্ত চলছে।