পঞ্চগড়: উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ে শীতের তাপমাত্রা দ্রুত কমতে শুরু করেছে। রোববার (৭ ডিসেম্বর) সকালে ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে পারদ নেমে এসেছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন রেকর্ড। বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। এদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, তাপমাত্রার পারদ ৮–১০ ডিগ্রি সেলসিয়াস হলে তা মৃদু শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়। ডিসেম্বরের মধ্যে তাপমাত্রা আরও কমে মাঝারি শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে।
রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা বিরাজ করায় সকাল বেলায় শ্রমজীবী মানুষরা সবচেয়ে বেশি ভুগছেন। শিশু, বয়স্ক ও রোগীদের ওপর এর প্রভাব বেশি পড়ছে। দরিদ্র পরিবারগুলো শীতবস্ত্রের সংকটে রয়েছে।
জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান জানান, শীতার্তদের পাশে দাঁড়ানো জেলা প্রশাসনের বড় দায়িত্ব। এ বছর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর থেকে ৩০ লাখ টাকা অনুদান এসেছে। চাহিদা অনুযায়ী ৮ হাজার ৬৪০টি কম্বল কেনা হয়ে পাঁচটি উপজেলার ৪৩টি ইউনিয়নে বিতরণ করা হয়েছে। এছাড়া আরও ৬৫ হাজার কম্বলের চাহিদি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।