Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে কোটি টাকার সোনাসহ চোরাকারবারি আটক

লোকাল করেসপন্ডেন্ট
৭ ডিসেম্বর ২০২৫ ১৫:২৩

বেনাপোল: যশোরে প্রায় এক কোটি টাকা মূল্যের তিনটি স্বর্ণের বার ও বিভিন্ন স্বর্ণালংকারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা স্বর্ণের মোট ওজন ৫১৫ দশমিক ৯ গ্রাম।

রোববার (৭ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে যশোর সদর উপজেলার দাইতলা ব্রিজ এলাকায় টহলচৌকস অভিযানে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম শ্রী বিকাশ কুমার ঘোষ (৩৪)। তিনি কুষ্টিয়ার মিরপুর উপজেলার উত্তর কাটদহ গ্রামের বিফল চন্দ্র ঘোষের ছেলে।

বিজিবি জানায়, বিকাশের প্যান্টের পকেটে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা স্বর্ণের বার ও গহনা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, ঢাকার তাঁতিবাজার এলাকার একটি চক্রের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে যশোর হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করে ৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর