Thursday 29 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিগগিরই নরসিংদীর পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথবাহিনী নামবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ ডিসেম্বর ২০২৫ ১২:৩৪ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৫ ১৪:৩৩

নরসিংদী পুলিশলাইনস পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।

নরসিংদী: নরসিংদীর সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে খুব শিগগিরই সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনীর বড় ধরনের অভিযান পরিচালিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, এলাকায় আধুনিক আগ্নেয়াস্ত্রের ব্যবহার বেড়ে যাওয়ায় পরিস্থিতি আগের মতো সীমিত নেই; তাই কঠোর কম্বিং অপারেশন ছাড়া শান্তি ফিরিয়ে আনা সম্ভব নয়।

বুধবার (১০ ডিসেম্বর) সকালে নরসিংদী পুলিশলাইনস পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পূর্বে যেখানে টেঁটা বা দেশীয় অস্ত্র দেখা যেত, এখন সেখানে আধুনিক অস্ত্রের ব্যবহার বেড়েছে। অপরাধী ও সন্ত্রাসীদের আড্ডা এলাকাভেদে বেশি হওয়ায় পরিকল্পিত কম্বিং অভিযানের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে।’

বিজ্ঞাপন

তিনি জানান, এরইমধ্যে নরসিংদী জেলা কারাগার থেকে লুণ্ঠিত বহু অস্ত্র উদ্ধার হয়েছে এবং এতে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনা হয়েছে। নির্বাচনকে সামনে রেখে জনগণের প্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে পুলিশ বাহিনীর মনোবলও বেড়েছে বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে পুলিশের প্রশিক্ষণের মান বাড়ানোর ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশলাইনসে জেলা পুলিশের অস্ত্রাগার, হাসপাতাল, রেশন ব্যবস্থাপনা ও অন্যান্য কার্যক্রম ঘুরে দেখেন। সেখান থেকে তিনি জেলা কারাগার পরিদর্শন করেন। বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের সঙ্গে তার মতবিনিময় সভায় যোগ দেওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর