Wednesday 10 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটের ৫ আসনে এনসিপির প্রাথমিক মনোনয়ন ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ ডিসেম্বর ২০২৫ ১৫:১৯ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৫ ১৫:৫৭

সিলেট: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রথম ধাপে সিলেটের ১৯টি আসনের মধ্যে ৫টিতে প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে অস্থায়ী কার্যালয়ে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এসব আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন। দলের নির্বাচনী প্রতীক শাপলা কলি।

মনোনয়নপ্রাপ্তরা হলেন: সিলেট-১ আসনে এনসিপির মনোনয়ন পেয়েছেন দলের সাংগঠনিক সম্পাদক এহতেশাম হক, সিলেট-৩ আসনে মনোনয়ন পেয়েছেন যুক্তরাজ্য প্রবাসী ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ, সিলেট-৪ আসনে যুক্তরাষ্ট্র প্রবাসী মো. রাশেল উল আলম, মৌলভীবাজার-৪ আসনে মনোনয়ন পেয়েছেন দলের যুগ্ন সদস্য সচিব প্রীতম দাশ ও হবিগঞ্জ-৪ আসনে দলের জেলা সমন্বয়ক নাহিদ উদ্দিন তারেক জাতীয় নাগরিক পার্টির হয়ে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বিজ্ঞাপন

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন জানান, মনোনয়নপত্র বিতরণ শেষ হওয়ার পর যাচাই-বাছাই করে প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে। তিনি সতর্ক করে বলেন, ঘোষিত প্রার্থীদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তাদের প্রার্থিতা বাতিল করা হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর