Thursday 25 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় ৩ দিন ব্যাপী আর্ট ক্যাম্পিং উদ্বোধন

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২৫ ডিসেম্বর ২০২৫ ১৮:১০ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৫ ১৮:১৪

আর্ট ক্যাম্পিং উদ্বোধন করা হয়।

নওগাঁ: নওগাঁয় প্রথমবারের মতো শুরু হয়েছে তিনদিন ব্যাপী আর্ট ক্যাম্পেইন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে দৃশ্যকলা নওগাঁর উদ্যোগে শহরের মুক্তির মোড়, জেলা পরিষদ পার্কে এর উদ্বোধন করেন বর্ষীয়ান ও প্রখ্যাত চিত্রশিল্পী রেজাউল হক।

এ সময় উপস্থিত ছিলেন- কেডিয়ানের সভাপতি আনিছুর রহমান, বদরুজ্জামান, সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, অ্যাডভোকেট আব্দুল বারী, দৃশ্যকলা নওগাঁর সভাপতি রবিউল করিম ও সাধারণ সম্পাদক তাহমিদুর রহমান মনন।

আয়োজকরা জানান, তিন দিনব্যাপী আর্ট ক্যাম্পে নওগাঁ ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত চিত্রশিল্পীরা অংশগ্রহণ করে সরাসরি শিল্পকর্ম সৃজনের মাধ্যমে দর্শনার্থীদের সামনে উন্মুক্ত করবেন শিল্পের নান্দনিক জগৎ। এই আর্ট ক্যাম্প নওগাঁর সাংস্কৃতিক অঙ্গনে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে এবং দৃশ্যকলার ধারাকে আরও সুদৃঢ় ও গতিশীল করে তুলবে।

বিজ্ঞাপন

সমাপনী দিনে গুণী শিল্পী ও পুরস্কারপ্রাপ্ত শিল্পীদের সম্মাননা স্মারক তুলে দেওয়া হবে।

দৃশ্যকলা নওগাঁর সাধারণ সম্পাদক তাহমিদুর রহমান মনন বলেন, ‘এই ধরনের শিল্পভিত্তিক আয়োজন নতুন প্রজন্মকে সৃজনশীলতার পথে উৎসাহিত করবে এবং বাংলার শিল্পচর্চাকে টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

সভাপতি রবিউল করিম বলেন, ‘এই আর্ট ক্যাম্প শুধুমাত্র একটি আর্ট ক্যাম্প বা আনুষ্ঠানিক আয়োজন নয়। এটি মূলত শিল্পচর্চা বৃদ্ধির একটি চলমান প্রক্রিয়া। আমাদের লক্ষ্য তরুণ ও যুব সমাজ বাংলার নিজস্ব শিল্প, সংস্কৃতি ও দৃশ্যকলার ঐতিহ্যকে ধারণ করে এগিয়ে নিতে। ভবিষ্যতেও নিয়মিতভাবে এমন আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।‘

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর