Thursday 25 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুনিরা পার পেলে গানম্যান অকার্যকর: আখতার

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২৫ ডিসেম্বর ২০২৫ ২২:০৪

এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।

রংপুর: খুনিরা খুন করে পার পেয়ে গেলে যতই গানম্যান দেওয়া হোক না কেন, তা রাজনীতিবিদদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রংপুর মহানগরীর ৩৬ জুলাই স্মৃতিস্তম্ভে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আখতার হোসেন বলেন, ‘খুনিদের করে শাস্তি না দিলে কোনো নিরাপত্তা বলয় কাজ করবে না। এটি শুধু রাজনীতিবিদদের জন্য নয়, সাধারণ মানুষের জন্যও ঝুঁকি।‘

আখতার হোসেন রংপুর-৪ আসন থেকে এনসিপির প্রার্থী হিসেবে নির্বাচনি প্রচারণায় অংশ নিতে রংপুর এসেছিলেন। স্মৃতিস্তম্ভে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মিলিত হয়ে তিনি বলেন, ‘সরকার অনেক রাজনীতিবিদকে গানম্যান দেওয়ার কথা বলেছে। কিন্তু যদি খুনিরা খুন করে পার পেয়ে যায়, তাহলে যত গানম্যানই থাকুক, তারা আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। যদি খুনিদের যথাযথ শাস্তি নিশ্চিত হয়, তাহলে কারও গানম্যানের প্রয়োজন হবে না।’

বিজ্ঞাপন

তিনি আরও উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘তিন বাহিনী প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলার পরও যদি একজনকে ককটেল মেরে হত্যা করা সম্ভব হয় এবং খুনিদের ট্রেস করা না যায়, তাহলে এটা দুঃখজনক। বাংলাদেশকে রক্ষা করতে হলে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের পরিবেশ তৈরি করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দরকার। বর্তমান অবস্থায় কোনোভাবেই শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর সম্ভব নয়।’

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির জেলা আহ্বায়ক আল মামুন, মহানগর সদস্যসচিব আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক আলমগীর নয়ন, তৌফিক হোসেনসহ অন্যান্য নেতাকর্মী

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর