Friday 26 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২৬ ডিসেম্বর ২০২৫ ২২:৪৪ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৫ ২৩:৩০

প্রতীকী ছবি

কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রাকেরচাপায় সিয়াম শেখ (১৬) ও রশিদ (১৬) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার বাহিরচর ইউনিয়নের ১৬ দাগ ক্যানেলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিয়াম শেখ মিরপুর উপজেলার বিজনগর এলাকার হাবিবুর রহমানের ছেলে এবং রশিদ একই এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যার দিকে বাহিরচর যাত্রী ছাউনি থেকে ভেড়ামারাগামী একটি মিনিট্রাক বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক সিয়াম শেখ নিহত হন। গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল আরোহী রশিদকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত মিনিট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তার সহযোগী পালিয়ে গেছেন। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর