Saturday 27 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ ডিসেম্বর ২০২৫ ১৫:৪৮

যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ।

টাঙ্গাইল: টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২২ জন আহত হয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৮টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের হরিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ধনবাড়ী থেকে ছেড়ে আসা বিনিময় পরিবহনের একটি বাস সকাল ৮টার দিকে হরিপুরে পৌঁছালে টাঙ্গাইল থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী প্রান্তিক পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাস দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

স্থানীয়রা এবং ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গুরুতর আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও একজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়।

বিজ্ঞাপন

ঘন কুয়াশা ও চালকদের অসতর্কতার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পর যানচলাচল কিছুক্ষণ বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস বাস দুটি সরিয়ে এনে যান চলাচল স্বাভাবিক করে।

ঘাটাইল থানার অপিসার ইনচার্জ (ওসি) মোকছেদুর রহমান জানান, আহতদের মধ্যে ১০ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছাড়পত্র দেওয়া হয়েছে, গুরুতর আহত ১২ জনকে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস দুটি থানায় রাখা হয়েছে।

ঘাটাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদুর রহমান বলেন, ‘উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আহতদের চিকিৎসা দেওয়া ও খোঁজখবরের কাজ চলমান রয়েছে।’

বিজ্ঞাপন

ঢাকার স্পিনে নাজেহাল রাজশাহী
২৭ ডিসেম্বর ২০২৫ ১৫:৪০

আরো

সম্পর্কিত খবর