Saturday 27 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁওয়ে সত্যপীরের মাজারে হামলা ও ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ ডিসেম্বর ২০২৫ ১৭:০৮

আরেফিন হযরত বাবা সত্যপীরের মাজারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে সুলতানুল আরেফিন হযরত বাবা সত্যপীরের মাজারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (২৭ ডিসেম্বর) ভোর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা মাজারে ঢুকে এ ভাঙচুর চালায় বলে জানা গেছে।

ভোরে নামাজ আদায় করতে এসে মুসল্লিরা মাজারের ভাঙচুরের দৃশ্য দেখতে পান। পরে বিষয়টি স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে এ মাজারটি এলাকার মানুষের আধ্যাত্মিক আশ্রয়স্থল হিসেবে পরিচিত। বহু মানুষ মানত ও প্রার্থনা নিয়ে এখানে আসেন। এমন একটি পবিত্র স্থানে হামলা ও ভাঙচুরের ঘটনায় ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ মানুষ গভীর ক্ষোভ প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

মাজার কমিটির পক্ষ থেকে জানানো হয়, এটি একটি ন্যক্কারজনক ঘটনা। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, শুক্রবার দিবাগত রাতে পৌর শহরের সত্যপীর ব্রিজ সংলগ্ন মাজার এলাকায় এ ঘটনা ঘটে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। তবে ঘটনার সত্যতা উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর