কুমিল্লা: কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহকে চিনেন না বলে মন্তব্য করেছেন একই আসনের বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
সাংবাদিকরা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক ও জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা হিসেবে পরিচিত হাসনাত আব্দুল্লাহর সঙ্গে নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতা নিয়ে প্রশ্ন করলে মঞ্জুরুল আহসান মুন্সী বলেন, ‘হাসনাত আব্দুল্লাহকে আমি চিনি না। এ পর্যন্ত কোনোদিন তার সঙ্গে আমার দেখা হয়নি। তার সঙ্গে আমার কোনো ধরনের পরিচয় নেই—আগেও ছিল না, এখনো নেই। আমি তাকে কোনোদিন দেখিই নাই। সুতরাং তার বিষয়ে আমি কীভাবে মন্তব্য করব।’
নির্বাচনি মাঠে প্রতিযোগিতার ধরণ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি ভোটের মাঠে দ্বি-মুখী বা ত্রিমুখী হিসাব করি না। আমি সবসময়ই চ্যালেঞ্জ নিয়ে নির্বাচন করেছি। এবারও সেই চ্যালেঞ্জ নিয়েই মাঠে কাজ করছি।’
ভোটের পরিবেশ ও জনসম্পৃক্ততা নিয়ে আশাবাদ ব্যক্ত করে বিএনপি প্রার্থী বলেন, ‘গত ১৭ বছর ধরে মানুষ ঠিকভাবে ভোটের মাঠে যেতে পারেনি। কিন্তু এবার মানুষ ভোট দিতে আগ্রহী। আমরা আশা করছি, এবারের নির্বাচন শান্তিপূর্ণ ও স্বাভাবিক পরিবেশে অনুষ্ঠিত হবে এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করবে।’
তিনি আরও বলেন, ‘ভোটারদের সেই দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণে একটি গ্রহণযোগ্য নির্বাচনই এখন সময়ের দাবি।’