Monday 29 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জে তীব্র শীতে বিপাকে দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ ডিসেম্বর ২০২৫ ১৩:২৮

কুয়াশা ঢাকা পরিবেশ

চাঁপাইনবাবগঞ্জ: পৌষ মাসের শুরু থেকেই শীতের তীব্রতা বেড়েছে। দিনের অধিকাংশ সময় সূর্যের দেখা মিলছে না, ঘন কুয়াশা ও হিমেল বাতাসে জনজীবন স্থবির হয়ে পড়েছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর ও নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ।

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, রোববার (২৮ ডিসেম্বর) চাঁপাইনবাবগঞ্জে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে প্রায় ১২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় শীতের অনুভূতি আরও তীব্র হয়ে উঠেছে। গত কয়েকদিন ধরেই তাপমাত্রা ১১ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।

শীতের তীব্রতা উপেক্ষা করে জীবিকার তাগিদে অনেক দিনমজুর সকাল থেকেই কাজের সন্ধানে বের হলেও, অধিকাংশ ক্ষেত্রেই কাজ না পেয়ে শূন্য হাতে ফিরে যেতে হচ্ছে। এতে করে তাদের পরিবার নিয়ে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে।

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা গেছে, ভোরের দিকে সদর উপজেলার বিভিন্ন মোড়, বাসস্ট্যান্ড এলাকা ও বাজারসংলগ্ন স্থানে গ্রাম থেকে আসা দিনমজুররা কাজের আশায় জড়ো হচ্ছেন। মাটি কাটার ঝুঁড়ি, কোদাল ও অন্যান্য সরঞ্জাম হাতে নিয়ে বসে থাকলেও শীত ও কাজের অভাবে অনেকেই হতাশ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন।

সদর উপজেলার এক দিনমজুর আবুল কাশেম (৬৮) বলেন, ‘গত কয়েকদিন ধরে খুব শীত পড়েছে। কুয়াশা আর বাতাসে শরীর কাঁপে। কাজের জন্য বের হই, কিন্তু কাজ মেলে না। আয় কমে যাওয়ায় সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে।’

আরেক শ্রমিক তছলিম জানান, ‘ভোরে সাইকেল নিয়ে বের হলে হাত-পা অবশ হয়ে আসে। শীতে কাজ পাওয়া কমে গেছে। দুই-তিন দিন ধরে কোনো কাজ পাচ্ছি না।’

অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে শীতার্ত, অসহায় ও ছিন্নমূল মানুষের জন্য শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন উপজেলায় অসহায়, দিনমজুর ও দরিদ্র মানুষের মধ্যে গরম কাপড় ও কম্বল বিতরণ করা হচ্ছে এবং এ কার্যক্রম চলমান রয়েছে।

জেলা প্রশাসন জানিয়েছে, শীতের তীব্রতা আরও বাড়লে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম জোরদার করা হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর