Wednesday 31 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
৩১ ডিসেম্বর ২০২৫ ১৮:১০

চাঁপাইনবাবগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গায়েবানা জানাজা অনুষ্ঠিত।

চাঁপাইনবাবগঞ্জ: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সব উপজেলা ও ইউনিয়নে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার বারঘোরিয়া সরকারি গোরস্থান মাঠসহ জেলার বিভিন্ন স্থানে এসব জানাজা অনুষ্ঠিত হয়।

গায়েবানা জানাজায় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও অংশ নেন।

জানাজা শেষে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ ও প্রাজ্ঞ জাতীয় নেত্রীকে হারিয়েছে। তার দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। তার অবদান জাতি চিরদিন স্মরণ করবে।

বিজ্ঞাপন

এ সময় অংশগ্রহণকারীরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন এবং আল্লাহর কাছে তার জান্নাতুল ফেরদৌস নসিবের প্রার্থনা জানান।

গায়েবানা জানাজাকে ঘিরে জেলার বিভিন্ন এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এসব দোয়া মাহফিলে সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

বিজ্ঞাপন

অর্থনীতিতে খালেদা জিয়ার সাফল্য
৩১ ডিসেম্বর ২০২৫ ১৮:০৮

আরো

সম্পর্কিত খবর