চুয়াডাঙ্গা: জেলার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও এতিমখানায় কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল আমীন।
বুধবার (৩১ ডিসেম্বর) রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা রোগী ও বাঁকা গ্রামের ইসলামী মাদরাসা এবং কাশীপুর গ্রামের মাঠপাড়া মাদরাসায় এতিমদের হাতে কম্বল তুলে দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোস্তাফিজুর রাহমান সুজন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান প্রমুখ।
ইউএনও আল আমীন বলেন, ‘চুয়াডাঙ্গায় শীতের সময় অতিরিক্ত শীত এবং গরমের সময় অতিরিক্ত গরম থাকে। এবার যেমন তীব্র শীত পড়েছে। ত্রাণ মন্ত্রণালয় থেকে কম্বল বরাদ্দ পাওয়া গেছে, তা বিতরণ করা হচ্ছে। ছিন্নমূল, গরিব ও অসহায় শীতার্ত মানুষদের কম্বল দেওয়া হচ্ছে।’
ঘন কুয়াশার চাদরে ঢাকা জীবননগরে হাড়কাঁপানো শীত আর হিমেল বাতাসের দাপট। একদিনের ব্যবধানে তাপমাত্রা হঠাৎ কমে যাওয়ায় জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। রাত আর দিনের তাপমাত্রা থাকছে প্রায় একইরকম। কনকনে এই শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষগুলো। এদিকে শীতে বেড়েছে ঠান্ডাজনিত রোগ ও ডায়রিয়া।