Thursday 01 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীতে দুইটি আসনে ৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ জানুয়ারি ২০২৬ ১৪:৪৩ | আপডেট: ১ জানুয়ারি ২০২৬ ১৪:৪৪

মনোনয়পত্র যাচাই-বাছাই চলছে

নরসিংদী: প্রার্থীতা যাচাই-বাছাইয়ের নির্ধারিত দিনে নরসিংদী-২ পলাশ ও নরসিংদী-৪ মনোহরদী-বেলাব সংসদীয় আসন থেকে বাদ পড়ছেন ৪ জন প্রার্থী।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) নির্ধারিত দিনে শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় প্রার্থীতা যাচাই-বাছাইয়ে বাদ পড়েন এসব প্রার্থী।

এর আগে, মনোনয়নপত্র জমাদানের শেষ দিন সোমবার (২৯ ডিসেম্বর) পর্যন্ত নরসিংদীর পলাশ আসনে ৮ জন এবং মনোহরদী-বেলাব আসনে ৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন।

রিটার্নিং কর্মকর্তা ও নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নরসিংদীর পাঁচটি আসনের মধ্যে ২টি আসনে কার্যবিধি অনুযায়ী আজ প্রার্থীদের দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কার্যক্রম পরিচালিত হয়। আবেদনপত্রের শর্তপূরণ না হওয়ায় দুই আসনে ৪ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। তবে তারা আপিল কার্যক্রমে অংশ নিতে পারবেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

নরসিংদীতে নতুন বই বিতরণ
১ জানুয়ারি ২০২৬ ১৩:৫৮

আরো

সম্পর্কিত খবর