Thursday 01 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জে ডিউটিরত অবস্থায় এসআই’র মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ জানুয়ারি ২০২৬ ২৩:০৯

প্রতীকী ছবি।

চাঁপাইনবাবগঞ্জ: পুলিশ লাইন্সে কর্মরত অবস্থায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে আব্দুল আলিম নামে এক উপ-পরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পুলিশ কর্মকর্তা আব্দুল আলিম পাবনার সুজানগর উপজেলার বাড়ইপাড়া গ্রামের মৃত বন্দের আলীর ছেলে। তিনি চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইনসে কর্মরত ছিলেন।

জানা যায়, বিকেলে কর্মরত অবস্থায় হার্ট অ্যাটাক করলে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যায় পুলিশ সদস্যরা। এ সময় অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক। রামেক হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. রুমালী খাতুন জানান, এক পুলিশ সদস্য হার্ট অ্যাটাকের পর প্রথমবার হাসপাতালে ভর্তি করা হলে অবস্থা গুরুতর থাকায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। কিছুসময় পরে তাকে পুনরায় হাসপাতালে আনা হলে তিনি মারা যান।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ লাইনসে কর্মরত ছিলেন তিনি। হঠাৎ অসুস্থতা অনুভব করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর