Thursday 01 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডোমারে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতার বাড়িতে হামলা চেষ্টার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ জানুয়ারি ২০২৬ ২৩:৪৯ | আপডেট: ১ জানুয়ারি ২০২৬ ২৩:৫৭

ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি আসাদুজ্জামান চয়ন। ছবি: সংগৃহীত

নীলফামারী: জেলার ডোমারে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধার সন্তানের বাড়িতে দুর্বৃত্তদের হামলা চেষ্টা ও হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় পরিবারটি চরম আতঙ্কে রয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে ডোমার পৌরসভার ছোট রাউতা শাহাপাড়ায় ঘটনাটি ঘটে। অভিযোগের শিকার আসাদুজ্জামান চয়ন ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি। তিনি ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ছেলে এবং ডোমার উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি।

প্রতিবেশীরা জানান, অজ্ঞাত ১০-১৫ জন যুবক লাঠিসোঁটা হাতে নিয়ে বাড়ির সামনে এসে অশ্লীল ভাষায় গালাগালি ও হুমকি দেয়। এ সময় তারা গেটের বাইরে হুমকি ও গালাগালির পর লাঠি দিয়ে আঘাত করে আতঙ্ক সৃষ্টি করে দ্রুত সেখান থেকে চলে যায়। রাতের আঁধারে কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

আসাদুজ্জামান চয়ন জানান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজার পর তার ভাগ্নে ইঞ্জিনিয়ার তুহিনের কবরে মাটি দেওয়ার একটি ভিডিও তিনি ফেসবুকে শেয়ার করেছিলেন। ওই ভিডিওর ক্যাপশন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হলে কিছুক্ষণ পর তিনি পোস্টটি মুছে ফেলেন। তার ধারণা, ওই ফেসবুক পোস্টকে কেন্দ্র করেই বিরোধী পক্ষের কেউ এই হামলার চেষ্টা ও হুমকির ঘটনা ঘটাতে পারে। বিষয়টি তিনি মোবাইল ফোনে ডোমার থানার অফিসার ইনচার্জকে (ওসি) অবগত করেছেন বলেও জানান।

আসাদুজ্জামান চয়নের স্ত্রী রিয়া আক্তার বলেন, ‘যারা এই ঘটনা ঘটিয়েছে, আমরা তাদের কাউকে চিনতে পারিনি। কেন এমন হলো, সেটিও বুঝতে পারছি না। বর্তমানে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।’

এদিকে চয়নের বিরদ্ধে ঝটিকা মিছিল করেছেন পৌর ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা। মিছিলকারীরা চয়নকে আওয়ামী লীগের দোসর উল্লেখ করে স্লোগান দেন এবং দ্রুত গ্রেফতারের দাবি জানান।

ডোমার পৌর ছাত্রদলের আহ্বায়ক রাহিমুজ্জামান রুপক জানান, ‘আমরা জানি না তার বাড়িতে কে হামলা করেছে। তবে সে স্বৈরাচারের দোসর। আমরা তার দ্রুত গ্রেফতারের দাবি জানাই। সে এখনো বিএনপিকে নিয়ে কটুক্তিমূলক লেখা ফেসবুকে পোস্ট করেই যাচ্ছে।’

ডোমার থানার ওসি মো. হাবিবুল্লাহ জানান, ‘বিষয়টি আমি শুনিনি। এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/পিটিএম