বগুড়া: বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ আসনে বিএনপি প্রার্থী মীর শাহে আলমের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) বিকেল ৪টায় মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ আদেশ দেন বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তৌফিকুর রহমান।
এছাড়া, জাতীয় পার্টির আরেক প্রার্থী শরিফুল ইসলাম জিন্নাহর মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে।
এর আগে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে মোট সাতজন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। এরমধ্যে বিএনপি মনোনীত এমপি প্রার্থী শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম, নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. জামাল উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবুল আজাদ মোহাম্মদ শাহাদাতুজ্জামান, স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম তালু, গণ অধিকার পরিষদের প্রার্থী সেলিম সরকার, জাতীয় পার্টির প্রার্থী শরিফুল ইসলাম জিন্নাহ।
উল্লেখ্য, সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা এক চিঠির মাধ্যমে মীর শাহে আলমের মনোনয়ন নিশ্চিত করা হয়। তবে, বগুড়া-২ আসনটি নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত ছিল বিএনপির। তবে ঋণখেলাপি সংক্রান্ত জটিলতায় তার প্রার্থিতা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। সোমবার সকালে ঢাকার চেম্বার আদালত মান্নার নাম ঋণখেলাপির তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ দেন এবং তাকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার কথা বলেন। এতে করে আসনটি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।
শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে যাচাই-বাছাই শেষে মান্নার মনোনয়নপত্র বাতিল করে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তৌফিকুর রহমান। এরপর ওই আসনে বিএনপি প্রার্থী মীর শাহে আলমের প্রার্থিতা বৈধ ঘোষণা করেন তিনি।
জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ জানান, আনুষ্ঠানিকভাবে মীর শাহে আলমকেই মনোনয়ন দেওয়া হয়েছে। তবে মান্নাকে আসন ছাড়ার যে আলোচনা ছিল, সে বিষয়ে দল পরবর্তী সময়ে চূড়ান্ত অবস্থান জানাবে।