কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দুইটি বিদেশি পিস্তল ও চারটি ম্যাগাজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন ৪৭ বিজিবি। এর আগে, বৃহস্পতিবার বিকেলে সীমান্তের চরচিলমারি এলাকায় এ অভিযান পরিচালনা করে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে চরচিলমারি বিওপির এলাকায় অভিডান পরিচালনা করা হয়। অভিযানের সময় দৌলতপুর উপজেলার মরারচর এলাকার মহসিন আলীর ছেলে মনিরুল ইসলামকে সন্দেহভাজন হিসাবে চ্যালেঞ্জ করলে তিনি সঙ্গে থাকা দুটি বিদেশি পিস্তল ও চারটি ম্যাগাজিন ফেলে দ্রুত পালিয়ে যান।
গোয়েন্দা তথ্যের বরাতে জানা গেছে, পলাতক মনিরুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদক ও অস্ত্র চোরাচালানের সঙ্গে জড়িত। উদ্ধারকৃত অস্ত্র ও ম্যাগাজিনের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৪০ হাজার টাকা।
বিজিবি আরও জানায়, এ ঘটনায় পলাতক আসামির বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উদ্ধার করা দুটি বিদেশি পিস্তল ও চারটি ম্যাগাজিন আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।