Friday 02 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
৩ জানুয়ারি ২০২৬ ০০:৫৪

প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

খুলনা: খুলনার রূপসা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে ফারুক হোসেন (৪২) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২ জানুয়ারি) রাত পৌনে ১১টার দিকে উপজেলার রাজাপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে ওই যুবককে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, রাতের দিকে রাজাপুর বাজার এলাকায় অবস্থানকালে অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা হঠাৎ ফারুক হোসেনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি গুরুতর আহত হন। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

খুলনা জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) এস এম আল-বিরুনী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর