Saturday 03 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লা সীমান্তে ট্রাকসহ ১ কোটি ১৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ জানুয়ারি ২০২৬ ০৮:৪৭

কুমিল্লা সীমান্তে ট্রাকসহ ১ কোটি ১৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ। ছবি: সংগৃহীত

কুমিল্লা: জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ট্রাকসহ ১ কোটি ১৫ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২ জানুয়ারি) নিয়মিত সীমান্ত নজরদারি ও চোরাচালান প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করে কুমিল্লা ১০ বিজিবি ব্যাটালিয়ন।

বিজিবি সূত্র জানায়, এদিন সকাল সাড়ে ৮টার দিকে কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপি’র আওতাধীন কটকবাজার পোস্টের একটি বিশেষ টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সীমান্ত থেকে আনুমানিক ৪ কিলোমিটার বাংলাদেশের ভেতরে সূর্যনগর এলাকায় সন্দেহজনক একটি ট্রাক তল্লাশি চালানো হয়।

বিজ্ঞাপন

এ সময় ট্রাকে ১ কোটি ১৫ লাখ টাকা দামের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ ভারতীয় বাজি, রেডবুল এনার্জি ড্রিংক এবং ডাবর আমলাসহ বিভিন্ন ভোগ্যপণ্য।

বিজিবি জানায়, জব্দ পণ্য বিধি মোতাবেক আইনি প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর