Monday 05 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুর-৪: ৫ প্রার্থীর মনোনয়ন বৈধ, ৫ প্রার্থী প্রাথমিকভাবে বাতিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ জানুয়ারি ২০২৬ ১৬:৪৭

ফরিদপুর: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১০ প্রার্থীর মধ্যে বিএনপি ও জামায়াত প্রার্থীসহ ৫ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া ৩ স্বতন্ত্র প্রার্থীসহ বাংলাদেশ খেলাফত মজলিস ও গণ অধিকার পরিষদের প্রার্থীসহ পাঁচজনের মনোনয়নপত্র প্রাথমিকভাবে বাতিল করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল হাসান মোল্লা মনোনয়নপত্র বাছাই শেষে এই ঘোষণা দেন। এসময় আসনটির সকল প্রার্থী উপস্থিত ছিলেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল হাসান মোল্লা জানান, যাচাই-বাছাইয়ে পাঁচ প্রার্থীর কাগজপত্রে ত্রুটি পাওয়ায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। অন্য ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

বাতিল হওয়া মনোনয়নপত্রের কারণগুলো হলো- তিনজন স্বতন্ত্র প্রার্থীর ভোটারের ১% তথ্যের গরমিল, খেলাফত মজলিসের প্রার্থীর বিদ্যুৎ বিল জমা না দেওয়া এবং গণ অধিকার পরিষদের প্রার্থীর কাগজপত্রে ত্রুটি।

তবে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করতে পারবেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাচনের সকল প্রস্তুতি সময়মতো সম্পন্ন করার আশ্বাস দেওয়া হয়েছে।

মনোনয়নপত্র বাছাই কার্যক্রমে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. সোহরাব হোসেন, রামানন্দ পাল, মিন্টু বিশ্বাস ও জেলা নির্বাচন কর্মকর্তাসহ সকল প্রার্থী।

মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর ফরিদপুর-৪ আসনের বিএনপির প্রার্থী শহিদুল ইসলাম বাবুল বলেন, ‘দলের ও ভোটারদের প্রতি কৃতজ্ঞ। আশা করছি ভোটাররা আনন্দের সঙ্গে ভোট কেন্দ্রে উপস্থিত হবে। প্রশাসনের কাছে আমাদের দাবি থাকবে, ভোট যেন কোনো আতঙ্কের বিষয় না হয়, সেদিকে নজর দেওয়া হোক।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর