পঞ্চগড়: পঞ্চগড়ের দুইটি আসনে মোট ১৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। শনিবার (৩ জানুয়ারি) বাছাই পর্ব শেষে পঞ্চগড়-১ ও পঞ্চগড়-২ আসনের মধ্যে ১২ জনের মনোনয়নপত্র বৈধ এবং ৭ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
এদিন পঞ্চগড়-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির এবং এনসিপি মনোনীত প্রার্থী সারজিস আলম একসঙ্গে নির্বাচনি কার্যক্রমে অংশ নিয়ে দেশের উন্নয়নে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন।
সারজিস আলম সাংবাদিকদের বলেন, ‘আমরা পারস্পরিক শ্রদ্ধার সঙ্গে নির্বাচনি কার্যক্রম সম্পন্ন করছি। দলগত বা আদর্শিক পার্থক্য থাকতে পারে, কিন্তু পঞ্চগড় ও দেশের স্বার্থে আমরা একসঙ্গে কাজ করে যাব। এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক পঞ্চগড়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
ব্যারিস্টার নওশাদ জমির বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দলের মধ্যে শোক আছে। তবুও আমরা নিয়ম অনুযায়ী নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছি। পঞ্চগড়ের মানুষের জন্য সমানভাবে কাজ করে যাবো। আশা করি আগামী নির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষ প্রক্রিয়ার মাধ্যমে জবাবদিহিমূলক সরকার গড়ে উঠবে।’
পঞ্চগড় মনোনয়নপত্রের চূড়ান্ত ফলাফলে পঞ্চগড়-১ আসনে বৈধ: ৭ জন, বাতিল: ১ জন (জাগপা প্রার্থী আল রাশেদ প্রধান)
পঞ্চগড়-২ আসনে বৈধ: ৫ জন, বাতিল: ৬ জন (স্বতন্ত্র প্রার্থী রাহিমুল ইসলাম বুলবুল, মাহমুদ হোসেন সুমন, জাগপা প্রার্থী আল রাশেদ প্রধান, এলডিপি প্রার্থী রেজাউল ইসলাম, জাতীয় পার্টি লুৎফর রহমান, কমিউনিস্ট পার্টি আশরাফুল ইসলাম)
বাতিলের কারণ ছিল মনোনয়নপত্রে কাগজপত্রের ত্রুটি।