বগুড়া: বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) বিকেলে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তৌফিকুর রহমান এ সিদ্ধান্ত দেন।
রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান জানান, মোশারফ হোসেনের দাখিল করা মনোনয়নপত্র যাচাই করে কোনো ধরনের ত্রুটি পাওয়া যায়নি। সে কারণে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
এদিন যাচাই-বাছাই শেষে বগুড়া-৪ আসনে আরও যেসব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে, তারা হলেন— জামায়াতে ইসলামীর প্রার্থী মোস্তফা ফয়সাল, জাতীয় পার্টির প্রার্থী শাহীন মোস্তফা কামাল, এলডিপির প্রার্থী কামরুল হাসান মো. শাহেদ ফেরদৌস এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুহা. ইদ্রিস আলী।