জামালপুর: জামালপুর জেলার পাঁচটি সংসদীয় আসনের মধ্যে তিনটি আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। যাচাই-বাছাই শেষে জামায়াত ও জাতীয় পার্টিসহ মোট ১২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ আলী।
জামালপুর-১ (দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জ) আসনে কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এম. রশিদুজ্জামান মিল্লাত, জামায়াতের মুহাম্মদ নাজমুল হক সাঈদী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুর রউফ তালুকদারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তবে কাগজপত্রে ত্রুটি থাকায় জাতীয় পার্টির প্রার্থী এ কে এম ফজলুল হকের মনোনয়নপত্র বাতিল করা হয়।
জামালপুর-২ (ইসলামপুর) আসনে বিএনপির সুলতান মাহমুদ বাবু, জামায়াতের সামিউল হক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সুলতান মাহমুদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। অপরদিকে জাতীয় পার্টির প্রার্থী মোস্তফা আল মাহমুদসহ মোট ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
জামালপুর-৩ আসনে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল, জাতীয় পার্টির মীর শামসুল আলম লিপটন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ দৌলতুজ্জামান আনছারীসহ মোট ছয়জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
এ ছাড়া বিভিন্ন কারণে জামায়াতের মো. মুজিবুর রহমান আজাদী এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী সাদিকুর রহমানসহ পাঁচজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা জানান, যেসব প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে তারা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।