হবিগঞ্জ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জকে (ওসি) হুমকি দেওয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য সচিব মাহদী হাসানকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৮টায় হবিগঞ্জ শহর থেকে তাকে গ্রেফতার করা হয়। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মাহদী হাসান থানায় বসে ওসিকে প্রকাশ্যে হুমকি দেন এবং বলেন, ‘আমরা থানা পুড়িয়ে দিয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছি।’
ভিডিওতে আরও দেখা যায়, তিনি প্রশাসনের বিরুদ্ধে হুমকিমূলক মন্তব্যও করেন।
ঘটনার পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি তাকে ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ পাঠায় এবং তার সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়।
পুলিশের কর্মকর্তা শামছুল আলম শাহ্ জানান, ‘প্রকাশ্যে হুমকি ও সহিংস কর্মকাণ্ডে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। মামলাটি আইনগত প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করা হবে।’