লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে যাত্রীবেশে সিএনজিচালিত অটোরিকশায় উঠে শুভ পোদ্দার নামে এক স্বর্ণালংকার ব্যবসায়ীর মুখ বেঁধে প্রায় ৩০ ভরি সোনা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের পিয়রাপুর এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যবসায়ীর অভিযোগ, এই ছিনতাইয়ে যাত্রীবেশে থাকা এক নারী ও এক পুরুষের পাশাপাশি অটোরিকশার চালকও জড়িত ছিলেন। শুভ পোদ্দার কমলনগর উপজেলার হাজির হাট বাজারের ওয়েলকাম জুয়েলার্সের স্বত্বাধিকারী।
শুভ পোদ্দার জানান, তিনি প্রায় ৪০ ভরি সোনা নিয়ে সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারে যান। সেখানে একটি দোকানে ১০ ভরি সোনা বিক্রি করেন। বিক্রির ২১ লাখ টাকার চেক এবং অবশিষ্ট ৩০ ভরি সোনা নিয়ে তিনি চন্দ্রগঞ্জ থেকে হাজিরহাটের উদ্দেশ্যে রওনা হন।
ফেরার পথে জেলা শহর থেকে তিনি একটি অপরিচিত সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। ওই অটোরিকশায় আরও একজন নারী ও একজন পুরুষ যাত্রী ছিলেন।
অটোরিকশাটি পিয়রাপুর এলাকায় পৌঁছালে ওই নারী ও পুরুষ হঠাৎ তার মুখ বেঁধে ফেলেন এবং সঙ্গে থাকা প্রায় ৩০ ভরি সোনার অলংকার ছিনিয়ে নেন। তবে পকেটে থাকা ২১ লাখ টাকার চেকটি দুষ্কৃতকারীরা ছিনতাই করেননি।
ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপরাধীদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে।
জেলা বাজুসের সভাপতি সমীর কর্মকার বলেন, সোনার অলংকার ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করতে হবে। এ ধরনের ঘটনার কারণে সোনা ব্যবসায়ীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পুরো বিষয়টি নিবিড়ভাবে তদন্ত করা হচ্ছে এবং ছিনতাইকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।