সুনামগঞ্জ: ধর্মপাশায় গভীর নলকূপ বসানোর সময় মাটির নিচ থেকে উচ্চ চাপে কাদাজল মিশ্রিত গ্যাস বের হচ্ছে।
শনিবার (০৩ জানুয়ারি) দুপুরে উপজেলার রায়পুর গ্রামে এই ঘটনা ঘটে।
উপজেলা প্রশাসন ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, ধর্মপাশার রাজাপুরের রায়পুর গ্রামের মোফাজ্জেল হাওলাদারের বাড়িতে,গভীর নলকূপ বসানোর সময় মাটির নিচে থেকে প্রাকৃতিক গ্যাস বের হওয়া শুরু করে। যা এক সময় দ্রুত গতিতে উপরে দিকে উঠতে থাকে। তখন আতঙ্কে সেখান থেকে নলকূপ বসানো শ্রমিকরা দূরে সরে যায়। এবং বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা সেই দৃশ্য দেখতে ভিড় করেন। পরে উপজেলা ফায়ার সার্ভিসের একটি টিম সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ধর্মপাশা উপজেলার নির্বাহী কর্মকর্তা জনি রায় জানান, নলকূপ বসাতে গিয়ে মাটির নিচ থেকে দ্রুত গতিতে কাদাজল মিশ্রিত গ্যাস বের হতে থাকে। তবে আমরা এখনও নিশ্চিত নই এটি গ্যাস নাকি অন্য কিছু। পরীক্ষা- নিরীক্ষা করে বিষয়টি নিশ্চিত করা হবে।