Tuesday 06 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বতন্ত্র প্রার্থী হওয়ায় নওগাঁয় বিএনপির সভাপতি বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ জানুয়ারি ২০২৬ ১১:৩৪

ছালেক চৌধুরী।

নওগাঁ: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-১ আসনে বিএনপির প্রার্থীর বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি ডা. ছালেক চৌধুরীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) রাত ৮টার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, দলীয় নীতি ও সংগঠন পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার দায়ে ডা. ছালেক চৌধুরীকে বিএনপির সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হলো।

বিএনপির দলীয় সূত্রে জানা যায়, আসন্ন নির্বাচনে নওগাঁ-১ (সাপাহার, পোরশা ও নিয়ামতপুর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনবারের সাবেক সংসদ সদস্য ডা. ছালেক চৌধুরী। তবে দল থেকে মনোনয়ন দেওয়া হওয়া নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানকে। এ সিদ্ধান্ত অমান্য করে ডা. ছালেক চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র দাখিল করেন। তার মনোনয়নপত্রটি যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা ডা.ছালেক চৌধুরী বলেন, ‘বহিষ্কারের বিষয়টি এখনো আমি জানি না। এ ধরনের কোনো নোটিশ আমার কাছে আসেনি। আমি কোনো দলীয় শৃঙ্খলা ভঙ্গ করিনি। আমি মনোনয়নপত্র জমা দিয়েছিলাম, আমাকে আজকে বৈধ ঘোষণা করা হয়েছে ’।

তিনি আরও বলেন, ‘২০ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ রয়েছে। এরপরে সেটি প্রত্যাহার না করলে তা দলীয় শৃঙ্খলা ভঙ্গ হতো। নেত্রীর মৃত্যুতে তারেক রহমান এই মুহূর্তে শোকাহত। যারা দলের মধ্যে থেকে এসব কাজ করছে তারা একদিন তার ফল ভোগ করবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর