Tuesday 06 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাকৃবিতে খালেদা জিয়ার স্মরণে শোক বই

বাকৃবি করেসপন্ডেন্ট
৫ জানুয়ারি ২০২৬ ১৫:২৫

সবার জন্য উম্মুক্ত রাখা হয়েছে শোক বই।

ময়মনসিংহ: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার স্মরণে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) একটি শোক বই খোলা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন করিডরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য এই শোক বই রাখা হয়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সোনালী দলের উদ্যোগে এ শোক বই খোলা হয়।

এ সময় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া, ময়মনসিংহ ৪ (সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত থেকে শোক বইয়ে সই করেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, আগামী তিনদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে সর্বসাধারণের সইয়ের জন্য এই শোক বই উন্মুক্ত থাকবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর