Wednesday 07 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ভোটাধিকার রক্ষায় সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন অপরিহার্য’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ জানুয়ারি ২০২৬ ১৭:১২

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু

লালমনিরহাট: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন অপরিহার্য।

সোমবার (৫ জানুয়ারি) লালমনিরহাট জেলার মিশন মোড়ে বিএনপির অস্থায়ী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি এ মতবিনিময় সভার আয়োজন করেন।

লালমনিরহাট সদর- ৩ আসনের প্রার্থী আসাদুল হাবিব দুলু আরও বলেন, ‘নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

বিজ্ঞাপন

এ সময় তিনি বিএনপির রাজনৈতিক অবস্থান, নির্বাচনকালীন কর্মসূচি এবং জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। পাশাপাশি দলীয় কার্যক্রম পরিচালনায় যেকোনো প্রতিবন্ধকতা দূর করতে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা প্রত্যাশা করেন।

মতবিনিময় সভায় জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

কর্ণফুলী গ্রুপে কর্মী নিয়োগ
৭ জানুয়ারি ২০২৬ ০৮:০৯

আরো

সম্পর্কিত খবর