Wednesday 07 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তারুণ্যের উৎসব উপলক্ষ্যে রাজবাড়ীতে ভলিবল প্রতিযোগিতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ জানুয়ারি ২০২৬ ১৯:৪৪

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন অতিথিরা।

রাজবাড়ী: ‘এসো দেশ বদলায়, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্য নিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে তারুণ্যের উৎসব -২০২৫ উদযাপন উপলক্ষ্যে রাজবাড়ী জেলা পর্যায়ে ভলিবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে রাজবাড়ী জেলা স্টেডিয়ামে ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন অতিথিরা।

জানা গেছে, এই ভলিবল প্রতিযোগিতায় শহিদ ওসমান হাদি একাদশ চ্যাম্পিয়ন ও কল্যানপুর একাদশ দলটি রানার্স আপ হয়। এই প্রতিযোগিতায় মোট ৪টি দল অংশগ্রহণ করে। অন্য দুটি দল হলো এনায়েত করিম স্মৃতি সংঘ ও নতুন বাজার স্পোর্টিং ক্লাব।

বিজ্ঞাপন

ভলিবল খেলা শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক) মো. তারিফ-উল-হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার। শুভেচ্ছা বক্তব্য দেন জেলা ক্রীড়া অফিসার আল আমীন খন্দকার। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা ক্রীড়ার সংস্থার সদস্য মিরাজুল মাজিদ তূর্য।

এ সময় সহকারী কমিশনার ও অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আরিফুল হক, জেলা ক্রীড়া সংস্থার সদস্য শহিদ, আব্দুল্লাহ আল মামুনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। খেলা উপস্থাপনা করেন আলি আল মামুন।

প্রধান অতিথি জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, ‘যারা এই ভলিবল প্রতিযোগিতাতে অংশগ্রহণ করেছে সবাই অনেক সুন্দর খেলেছে। আমি জানতাম না যে রাজবাড়ীর মানুষ ভলিবল খেলায় এত ভালো।’

তিনি আরও বলেন, ‘ভলিবল খেলাতে যা যা প্রয়োজন সেগুলোতে জেলা প্রশাসন আপনাদের পাশে থাকবে এবং সহযোগিতা করবে।’

বিজ্ঞাপন

ভেনেজুয়েলায় ৭ দিনের শোক ঘোষণা
৭ জানুয়ারি ২০২৬ ০৯:৪৮

আরো

সম্পর্কিত খবর