Wednesday 07 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেঘনায় কার্গো জাহাজের ধাক্কায় ট্রলার ডুবি, মাঝিসহ আহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ জানুয়ারি ২০২৬ ২২:৩২

ভোলা: ভোলায় মেঘনা নদীতে মাছ ধরার সময় কার্গো জাহাজের ধাক্কায় ৩ জেলেসহ জেলে ট্রার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নৌকায় থাকা ৩ জেলে আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় একজনকে ভোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) বিকেল আনুমানিক সোয়া ৪টার দিকে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ভোলারখাল মাছঘাট সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ট্রলারের মাঝি আল আমিন ও জেলে মো. মনির এবং মো. তামিম। তারা সকলেই ওই একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সুত্রে জানা গেছে, সোমবার বিকেলে আল আমিন মাঝি আরও দুজন জেলেকে সঙ্গে নিয়ে জাল-নৌকা নিয়ে মাছ ধরতে নদীতে যান এবং ভোলারখাল সংলগ্ন মেঘনা নদীতে জাল ফেলে মাছ ধরছিলেন। এসময় অজ্ঞাত একটি কার্গো জাহাজ এসে তাদের নৌকায় ধাক্কা দেয় এবং তিন জেলেসহ মাছধরার নৌকাটি ডুবে যায়। পরে অন্যান্য জেলেরা বিষয়টি দেখতে পেয়ে তাদের তিনজনকে আহত অবস্থায় নদী থেকে উদ্ধার করলেও নৌকাটির ডুবে যায়। আহতদের মধ্যে আল আমিন মাঝিকে চিকিৎসার জন্য ভোলার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুজন স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে ভোলা সদরের ইলিশা নৌথানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, এ ঘটনায় ভুক্তভোগীরা অভিযোগ দিলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

বাবল বাথ ডে: ফেনার রাজ্যে একদিন!
৭ জানুয়ারি ২০২৬ ১৪:২৬

আরো

সম্পর্কিত খবর