Wednesday 07 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাজিরপুরে মাছের ঘেরে বিষ প্রয়োগ, ৮ লাখ টাকার ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ জানুয়ারি ২০২৬ ২৩:০২

মৎস্য ঘের থেকে মৃত মাছ। ছবি: সংগৃহীত

পিরোজপুর: জেলার নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়নের ঝনঝনিয়া গ্রামে ভাড়ায় নেওয়া একটি মাছের ঘেরে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ঘের মালিক।

ভুক্তভোগী রাজিব শেখ (৪০) ঝনঝনিয়া গ্রামের দেলোয়ার শেখের ছেলে। তিনি স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে পাঁচ বছরের জন্য চুক্তিভিত্তিতে ঘেরটি ভাড়া নিয়ে মাছ চাষ করে আসছিলেন।

সোমবার (৫ জানুয়ারি) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘেরের পানির ওপর মৃত মাছ ভাসছে। দুর্গন্ধ ছড়ানোয় সেগুলো মাটিতে পুঁতে ফেলা হচ্ছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার (৪ জানুয়ারি) ভোর থেকে হঠাৎ করেই ঘেরটিতে বিপুল পরিমাণ মাছ ভেসে উঠতে দেখা যায়। তাদের ধারণা, পরিকল্পিতভাবে বিষ প্রয়োগের মাধ্যমেই মাছগুলো মারা হয়েছে।

বিজ্ঞাপন

এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

রাজিব শেখের বড় ভাই মুজাহিদ শেখ অভিযোগ করে বলেন, ‘আমার ছোট ভাই স্থানীয় হাফিজ দাড়িয়ার কাছ থেকে ঘেরটি চুক্তিতে নেয়। চুক্তির সময় ঘেরের পূর্বপাড়ের বাসিন্দা সোবহান ফকির (কদম আলী ফকিরের ছেলে) তাকে ঘের না রাখতে নিষেধ করেন। তিনি বলেন, এর আগে যারা এই ঘেরে মাছ চাষ করেছে, তারা কেউ সফল হয়নি। আমাদের ধারণা, পরিকল্পিতভাবেই এবার বিষ প্রয়োগ করে মাছ মারা হয়েছে। এতে আমাদের প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমরা আইনানুগ বিচার চাই।’

ভুক্তভোগী রাজিব শেখ বলেন, ‘ঘেরের চুক্তির সময় একজন আমাকে মাছ চাষ না করতে নিষেধ করেছিলেন। শত্রুতামূলকভাবে কেউ এই ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছি। প্রশাসনের কাছে সঠিক তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করছি।’

এ বিষয়ে নাজিরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর-রশীদ জানান, এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর