মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ শহরের চরকিশোরগঞ্জ (মোল্লারচর) এলাকায় ছেলের কিল-ঘুষির আঘাতে বাবা নিহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে নজরুল ইসলাম (৪০)-কে আটক করেছে সদর থানার পুলিশ।
সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে চরকিশোরগঞ্জ (মোল্লারচর) এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম ওমর বেপারী (৭০)।
পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক বিষয়ে বাবা ও ছেলের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নজরুল ইসলাম তার বাবার বুকে কিল-ঘুষি মারতে শুরু করেন। পরে ওমর বেপারী প্রতিরোধ করতে গেলে ছেলের আঘাতে গুরুতর আহত হন। কিছুক্ষণ পর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, ওমর বেপারীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রাথমিকভাবে তার শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোমিনুল ইসলাম জানান, বাবা-ছেলের মধ্যে ঝগড়ার একপর্যায়ে ছেলে বাবাকে কিল-ঘুষি মারেন। ওই আঘাতের পরই কিছু সময়ের মধ্যে বাবার মৃত্যু হয়। ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত ছেলেকে আটক করা হয়েছে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।