বগুড়া: জেলার গাবতলীতে গরীব ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা-ভ্যান দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মো. আমীনূন্নবী এ শীতবস্ত্র বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় মসজিদের ইমাম মো. নুরুন্নবী, উজগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. আল্লা নেওয়াজসহ স্থানীয়রা।
শীতবস্ত্র বিতরণকালে মো. আমীনূনন্নবী বলেন, ক্রমবর্ধমান শীতের প্রকোপে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। এই শীতে মানবতার সেবায় সকলকে সর্বদা নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। যারা শীতে কষ্ট পাচ্ছেন তাদের পাশে দাঁড়ানো উচিত। সমাজের মানুষের একে অপরের সুখ দুঃখ ভাগ করে নেওয়ার মাঝেই প্রশান্তি।