চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের পিটিআই সংলগ্ন মাধবীতলায় বালি বোঝাই চলন্ত ট্রাকের সঙ্গে দ্রুতগতির মাছবাহী স্যালো ইঞ্জিন চালিত আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়ে চিকিৎসা নিয়েছেন ওপর আরেক ব্যক্তি।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তির নাম মোহাম্মদ আলী (৪০)। তিনি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাগানমাঠ গ্রামের শামসুল হক ফরাজির ছেলে। তিনি একজন মাছ ব্যবসায়ী। আহত ব্যক্তিটি হলেন আলমসাধুর চালক জহুরুল ইসলাম (৩৫)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানী ইসরাইল জানান, আলমসাধুটি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাগানমাঠ এলাকা থেকে মাছ নিয়ে চুয়াডাঙ্গা থেকে আলমডাঙ্গার দিকে দ্রুতগতিতে যাচ্ছিল। এ সময় মাধবীতলার বাঁকে বিপরীত দিক থেকে আসা একটি বালি বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আলমসাধুটি রাস্তার পাশে উলটে গিয়ে ঘটনাস্থলেই মাছ ব্যবসায়ী মোহাম্মদ আলী মারা যান। এ ঘটনার পর স্থানীয়রা সড়ক অবরোধ করে রাখে।
দুর্ঘটনার পর আহত চালক জহুরুল ইসলামকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যানবাহন চলাচল স্বাভাবিক করে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানী ইসরাইল আরো জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।