রাজবাড়ী: রাজবাড়ীতে সেনাবাহিনী ও স্থানীয় যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র, মাদক ও দেশীয় অস্ত্রসহ দুই চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।
রাজবাড়ী আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, সোমবার (৫ জানুয়ারি) রাত ২টা ৩০ মিনিট থেকে ভোর ৫টা ৩০ মিনিট পর্যন্ত রাজবাড়ী সদর থানার বসন্তপুর ইউনিয়নের মুছিদহ ও গাবলা এলাকায় পৃথক দুটি অভিযান চালানো হয়। অভিযানে লিটু খান ও মো. আরিফ খানকে আটক করা হয়।
গ্রেফতারদের কাছ থেকে উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে— একটি রিভলবার ও এক রাউন্ড গুলি, একটি ওয়ান শুটার গান ও ৭ রাউন্ড গুলি, দুটি চায়নিজ কুড়াল, দুটি দেশীয় রামদা, একটি চাকু, একটি ইলেকট্রিক শক মেশিন, একটি ভরা মদের বোতল ও ৫টি খালি বোতল, দুটি হকিস্টিক, চারটি মোবাইল ফোন (২টি অ্যান্ড্রয়েড, ২টি বাটন ফোন)।
গ্রেফতার লিটু খান গাবলা গ্রামের মৃত আকমল খানের ছেলে এবং মো. আরিফ খান মুছিদহ গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।
রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) খোন্দকার জিয়াউর রহমান জানিয়েছেন, উদ্ধারকৃত অস্ত্র ও মালামালসহ গ্রেফতারকৃত দুইজনকে থানায় হস্তান্তর করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।